ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এসএসসি ২০১৪

চট্টগ্রামে পরীক্ষায় বসেছে ৯২হাজার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৪
চট্টগ্রামে পরীক্ষায় বসেছে ৯২হাজার শিক্ষার্থী

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৯২ হাজার ৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। রোববার দশটা থেকে ১৫৯ কেন্দ্রে একযোগে পরীক্ষায় বসেছে তারা।



চট্টগ্রাম শিক্ষাবোর্ড সুত্র জানায়, চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ৯২ হাজার ৯১ জন। গত বছর এ সংখ্যা ছিল ৮৬ হাজার ৫২৩ জন।
এ হিসেব অনুযায়ী এবার পরীক্ষার্থী বেড়েছে পাঁচ হাজার ৫৬৮ জন।

গত বছর ৯৫৭টি বিদ্যালয়ের পরীক্ষার্থীরা ১৫২ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিলেও এবার ৯৬৫ বিদ্যালয় থেকে ১৫৯ কেন্দ্রে পরীক্ষা হবে।  

চট্টগ্রাম জেলায় (মহানগরসহ) মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৯৮২ জন। চট্টগ্রাম মহানগরে ২৪ হাজার ৪৬২ জন। কক্সবাজারে পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৫০ জন, রাঙামাটি জেলায় ৫ হাজার ৯৬৭ জন, খাগড়াছড়ি জেলায় ৬ হাজার ১৮৯ জন এবং বান্দরবান জেলায় ১ হাজার ৯০৩ জন।

এবারের এসএসসি পরীক্ষায় সাধারণ ভিজিলেন্স টিমের সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত বলেন, গত বছর ভিজিলেন্স টিমে ৫০ জন থাকলেও পরীক্ষায় তদারকির সুবিধার্থে এবার ৫৫ জনে উন্নীত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৩ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।