ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সোমনাথ ঘোষকে সংবর্ধনা দিল প্রমা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
সোমনাথ ঘোষকে সংবর্ধনা দিল প্রমা

চট্টগ্রাম: ভারতের সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষকে বিদায় সংবর্ধনা দিয়েছে আবৃত্তি সংগঠন প্রমা।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এসময় সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়।

অনুষ্ঠানে প্রমা’র সভাপতি রাশেদ হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ‍াচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ, শহীদ জায়া বেগম মুশতারী শফি।
 

এম এ মালেক বলেন, ‘চট্টগ্রামবাসী দীর্ঘদিন সোমনাথ ঘোষকে মনে রাখবেন তার আন্তরিকতা ও নিষ্ঠার জন্য। সংস্কৃতির ক্ষেত্রে বিশেষভাবে পৃষ্ঠপোষকতার কারণে তিনি সংস্কৃতিকর্মীদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয়েছেন। চট্টগ্রামবাসী তাকে চিরদিন মনে রাখবে। ’

অধ্যাপক ড. আনোয়ারুল আজিম আরিফ বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত সার্বিকভাবে বাংলাদেশের পাশে ছিল। একইভাবে বিভিন্ন সংকটের সময় প্রতিবেশী বন্ধুরাষ্ট্র হিসেবে সবসময় জোরালোভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছে। ভারতীয় সহকারী হাই কমিশনার হিসেবে সোমনাথ ঘোষ চট্টগ্রামবাসীর জন্য একইভাবে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করে গেছেন। ’

মুশতারী শফি বলেন, ‘চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে সোমনাথ ঘোষ আন্তরিকতার সাথে সহযোগিতা করে গেছেন। মুক্তিযুদ্ধের পক্ষের সকল কাজে বিভিন্নভাবে সহযোগিতার চেষ্টা করেছেন। ’

রাশেদ হাসান বলেন, ‘চট্টগ্রামের যে কোন সাংস্কৃতিক কর্মকান্ডে সোমনাথ ঘোষ যে অকৃত্রিম সহযোগিতার মনোভাব দেখিয়েছেন তা সত্যিই একটি অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। চট্টগ্রামের সংস্কৃতিকর্মীরা যখনই তার কাছে গেছেন সোমনাথ ঘোষ সবসময় কোন না কোনভাবে তাদের পাশে থেকেছেন। ’

অনুষ্ঠানে সোমনাথ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় নরেণ আবৃত্তি একাডেমি, ঐকতান সাংস্কৃতিক গোষ্ঠী, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, সুচয়ন ললিতকলা কেন্দ্র, নির্মাণ আবৃত্তি অঙ্গন, ঐকতান পরিবার, ত্রিস্বর আবৃত্তি সংঘসহ বেশ কয়েকটি সংগঠন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে একক আবৃত্তি পরিবেশন করেন প্রমা’র কংকন দাশ, শর্মিষ্ঠা বড়ুয়া, রাজু দাশগুপ্ত। সঙ্গীত পরিবেশন করেন রক্তকরবী’র শিল্পীরা।

এছাড়া বৃন্দ আবৃত্তি পরিবেশন করে প্রমা আবৃত্তি সংগঠন। এতে অংশ নেন প্রমা’র সোনিয়া শবনম, নাজমুল আলীম সাদেকী সুমন, রাবেয়া সুলতান, আচরারুল হক, লিপি তালুকদার, পরিতোষ দাশ, ফাতেমা তুজ জোহরা উর্মি, তামান্না ইসলাম, রোমেনা আফাজ রুমি, তাসলিমা জাহান বৃষ্টি, তনুজা বড়ুয়া, রাজীব রায়, পার্থ প্রতিম মহাজন, শবনম।

বাংলাদেশ সময়: ২১২০ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।