ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বড় পরিবর্তন আসছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বড় পরিবর্তন আসছে ছবি: অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত / ফাইল ফটো

ঢাকা: রাজনৈতিক অস্থিরতায় দেশের অর্থনীতি খুব বেশি ধাক্কা না খেলেও চলতি ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বাজেটে বড় আকারের পরিবর্তন আনতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।  

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল রুপসী বাংলায় অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ’র আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান।



এএমএ মুহিত বলেন, গত ৬ মাস দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান ছিল। জাতি এর আগে এমন সহিংসতা দেখেনি।
তবে, অর্থনীতি যেমনটা আঘাতপ্রাপ্ত হবে বলে ধারণা করা হচ্ছিল সেটি হয়নি। এরপরও চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বড় ধরনের পরিবর্তন আনতে হচ্ছে আমাদের।

‘ইআরএফ-রবি সেরা প্রতিবেদন পুরস্কার ২০১৩’ প্রদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান, রবি’র প্রধান নির্বাহী সুপুন বীরসিংহে প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।