ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে পাহাড়ে আগুনে পুড়েছে ১২ একর বন

মিরসরাই প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৪
মিরসরাইয়ে পাহাড়ে আগুনে পুড়েছে ১২ একর বন

চট্টগ্রাম: মিরসরাই ৯ নম্বর সদর ইউনিয়ন এলাকায় একটি পাহাড়ে সামাজিক বনায়নে অগ্নিকান্ডে প্রায় ১২ একর বনাঞ্চল পুড়ে গেছে।

শুক্রবার বিকেল দুপুরে গোবনীয় বিটের আওতাধীন আমবাড়িয়া পাহাড়ে এই অঘিœকান্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডে প্রায় ৫০ লাখ টাকার বনায়ন পুড়ে গেছে বলে জানিয়েছে বাগানের মালিকেরা।  

জানা গেছে, ২০১০ সালে মিরসরাইয়ের ওই পাহাড়ে সরকার থেকে লিজ নিয়ে এলাকার ১২ জন যুবক যৌথ মালিকানায় সামাজিক বনায়ন করে।
সেখানে তারা সেগুন, মেহগনিসহ বিভিন্ন প্রকার গাছের বাগান গড়ে তোলে।

বাগানের মালিক জাহাঙ্গির হোসাইন বাংলানিউজকে বলেন, শুক্রবার দুপুরে কে বা কারা বাগারে আগুন ধরিয়ে দিলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ১২ একর বাগানের অধিকাংশই পুড়ে গেছে।

তিনি জানান, ওই বাগানে প্রায় ৭ হাজার সেগুন ছাড়াও আরো ২ হাজার মূল্যবান কাঠের বৃক্ষ ছিলো। যার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।

বাংলাদেশ সময়:২১০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।