ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৯, ফেব্রুয়ারি ৪, ২০১৪
শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

চট্টগ্রাম: শিক্ষা জাতির মেরুদ-। তাই আদর্শবান নাগরিক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।

নিরলস জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে গড়ে তুলতে হবে। তবেই দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়ে তোলা যাবে।


মঙ্গলবার রাতে নগরীর পশ্চিম বাকলিয়া ডিসি রোড তাহের ও মঞ্জুর কলোনী এলাকায় সনাতন ধর্মীদের বাণী অর্চনায় প্রধান অতিথির বক্তব্যে নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এসব কথা বলেন।

বাণী অর্চনায় শিক্ষার্থীদের কাছে জ্ঞানের বাণী নিয়ে আসে শিক্ষাদেবী উল্লেখ করে শাহাদাত বলেন, মহৎ ব্যক্তিদের জীবন অনুসরণ করলে দেখা যাবে তারা ভাল কাজের মাধ্যমে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। ঠিক একইভাবে আমাদের মহৎ ব্যক্তিদের জীবন থেকে শিক্ষা নিয়ে তাদের নির্দেশিত পথে চলে নিজেকে সমাজে প্রতিষ্ঠার পাশাপাশি জাতীয় পর্যায়ে অবদান রাখতে হবে।

তাহের-মঞ্জুর কলোনী পূজা উদযাপন কমিটির সভাপতি সুমিত বিশ্বাস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা হোড় এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, নগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ, বিএনপি নেতা গাজী মো. ইমরান, বাণী অর্চনা পরিষদের সাংগঠনিক সম্পাদক রিগান দাশ, অজিত রুদ্র শুভ্র ধাম, বাবু চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১৫২ঘণ্টা, ফেব্রুয়ারী ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।