ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিস্মিত লংকানরা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৪
বিস্মিত লংকানরা!

চট্টগ্রাম: শ্রীলংকার বিপক্ষে মাত্র একজন পেসারকে মাঠে নামিয়েছে বাংলাদেশ। এতে বিস্ময় প্রকাশ করেছে লংকানরা।

এছাড়া চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে ২০০ রান সংগ্রহ করে বাংলাদেশের বিপক্ষে বড় স্কোর করতে চান তারা।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান লংকান ‌উইকেট কিপার দিনেশ চান্দিমাল।


চট্টগ্রামের উইকেট নিয়ে চান্দিমাল বলেন,‘উইকেট স্লো আচরণ করছে। তাই ব্যাটসম্যানদের খেলতে কিছুটা কষ্ট হচ্ছে। ’

বাংলাদেশের বিপক্ষে আগামী দিনের প্রত্যাশা নিয়ে লংকান এ বাঁ-হাতি ব্যাটসম্যান বলেন, ‘আগামীকাল আরো দু’শ রান যোগ করে প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে বড় একটি স্কোর দাড় করাতে চাই। উইকেটে সাঙ্গাকারার মত ব্যাটসম্যান থাকায় আগামী কালকের লক্ষ্য অর্জন অনেকটা সহজ হবে। তাই যত সম্ভব বড় স্কোর করার চেষ্টা থাকবে। ’

প্রথম দিনে ৫ উইকেট হারানোই হতাশা প্রকাশ করেছে চান্দিমাল। বললেন, ‘দিনের শুরুতে ও শেষ বিকেলে বল প্রচুর টার্ন করেছে। তাই আমরা কিছু উইকেট হারিয়েছি। উইকেটের এ আচরণ হতাশাজনক। এ উইকেট পেসারদের জন্য উপযুক্ত নয়। ’

টেস্ট ক্রিকেটে টাইগাররা এক পেসার নিয়ে খেলতে নামাকে শ্রীলঙ্কার জন্য মঙ্গলজনক বলে উল্লেখ করেন চান্দিমাল। বললেন, ‘টেস্টে একজন পেসার খেলতে দেখে বিস্মিত হয়েছি। টেস্টে একজন পেসার নিয়ে খেলা খুবই কষ্টকর। ’

লংকান দুই মানিকজোড় জয়াবর্ধনে ও সাঙ্গাকারাকে প্রেরণার উৎস উল্লেখ করে চান্দিমাল বলেন,‘তাদের কাছ থেকে সব সময়ই শেখার চেষ্টা করি। তারা দলের তরুন সদস্যদের প্রেরণা যুগিয়ে যান সব সময়। এ ধরণের ব্যাটসম্যানদের সাথে এক দলে থাকতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। ’

সম্প্রতি কয়েকটি ম্যাচে ভালো করতে পারছিলেন না লংকার এ তরুণ ক্রিকেটার। নিজের পারফর্মেন্স নিয়ে চান্দিমাল বলেন, ‘আমি চেষ্টা করে যাচ্ছি। অনুশীলনেও প্রচুর কষ্ট করছি। আশা করছি দ্রুতই ভালো করতে পারবো। ’

বাংলাদেশ সময়: ২০৪৮ঘণ্টা, ফেব্রুয়ারী ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।