ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

শাহ আমানতে ৭৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
শাহ আমানতে ৭৫ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ছবি)

চট্টগ্রাম: দুবাই এবং ওমান থেকে শাহ আমানত বিমানবন্দরে আসা দুটি ফ্লাইটের পাঁচজন যাত্রীর কাছ থেকে ১৫টি স্বর্ণ বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।  

 

পৌনে দুই কেজি ওজনের ১৫টি স্বর্ণবারের বর্তমান বাজার মূল্য ৭৫ লাখ টাকা।

রোববার রাতে দুবাই‘র শারজা এবং ওমানের মাস্কাট থেকে ফ্লাইট দুটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসে।  

 

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বাংলানিউজকে বলেন, দুবাই থেকে আসা এয়ার এরাবিয়ার (জি-৯৫২৩) ফ্লাইটে করে আসা যাত্রী মো.ওহিদুল আলমের শরীরে তল্লাশি চালিয়ে ৫টি স্বর্ণবার উদ্ধার করা করা হয়।

 

 

এছাড়া মাস্কাট থেকে আসা ওমান এয়ারলাইন্সের (ডব্লিউওয়াই-৩১১) ফ্লাইটে করে আসা কাজী মো.শাহজাহানের কাছ থেকে ৪টি, আব্দুল বাসেত, জাহেদুল আলম ও আইসুর রানার কাছ থেকে দুটি করে ৬টি স্বর্ণবার উদ্ধার করা হয়।  

 

মশিউর জানান, উদ্ধার হওয়া স্বর্ণবারের ওজন এক কেজি ৭২৫ গ্রাম। এর বর্তমান বাজার মূল্য প্রায় ৭৫ লাখ টাকা।  

 

বাংলাদেশ সময়:১১১০ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad