ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় ১০ জামায়াত-শিবির কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৪
লোহাগাড়ায় ১০ জামায়াত-শিবির কর্মী আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিসহ বিভিন্ন এলাকায় রোববার রাতভর অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ১০ কর্মীকে আটক করেছে পুলিশ।

 

এদের মধ্যে ৩ জন স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাংসদ ড.আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর উপর হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামী।

বাকি ৭ জনের বিরুদ্ধেও থানায় নাশকতার অভিযোগ আছে।

 

লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান বাংলানিউজকে বলেন, আটক ১০ জনই জামায়াত-শিবিরের সন্ত্রাসী।

তিনজন সাংসদের উপর হামলার ঘটনায় জড়িত আছে। তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

সাংসদের উপর হামলার ঘটনায় গত তিনদিনে মোট ৭৯ জনকে গ্রেপ্তার করল পুলিশ।  

 

গত শুক্রবার সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার ‍চুনতি এলাকায় সিরাতুন্নবী মাহফিলে সাংসদ নদভীর উপর হামলা চালায় জামায়াত-শিবিরের কর্মীরা।  

 

এ ঘটনায় শনিবার লোহাগাড়া থানায় জামায়াত দলীয় সাবেক সাংসদ আ ন ম শামসুল ইসলামসহ ১২৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা তিন হাজার জনকে আসামী করে একটি মামলা দায়ের করে পুলিশ।

 

বাংলাদেশ সময়: ১০৫০ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩,২০১৪ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।