ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নির্বাচনে না গিয়েও বিজয়ী ১৮ দল!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
নির্বাচনে না গিয়েও বিজয়ী ১৮ দল!

চট্টগ্রাম: দশম ‍জাতীয় সংসদ নির্বাচন জনগণ বর্জন করেছে দাবি করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন,‘গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়েও বিজয়ী হয়েছে ১৮ দল। ‘

তিনি বলেন,‘জনগণ আমাদের সঙ্গে থেকে ভোট বর্জন করেছে।

এতে আন্দোলনের প্রতিযোগিতায় জয় লাভ করেছে ১৮ দল। সুতরাং হতাশ হওয়ার কোন কারণ নেই।


রোববার বিকেলে নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে অনুষ্ঠিত এক সমাবশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকারসহ গ্রেফতার বিএনপি নেতাদের মুক্তির দাবিতে উত্তর জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যা দিয়ে নোমান বলেন,‘বাংলাদেশের মানুষ চেয়েছিল তত্বাবধায়ক সরকারের অধিনে সবার অংশ গ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন। কিন্তু সরকার নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে। ’

‘তারা একটি প্রহসনের নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছে। কিন্তু মানুষ বিএনপির সঙ্গে থেকে সেই প্রহসনের নির্বাচন বর্জন করেছে। ‘

জাতীয় নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচন দিয়ে সরকার বিএনপিকে দুরে রাখার ষড়যন্ত্র করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় নির্বাচনে অংশ না নেয়ার কারণে উপজেলা নির্বাচনেও যাতে বিরোধী জোট অংশ না নেয় সেজন্যই তাড়াহুড়ো করে এ নির্বাচন দেয়া হচ্ছে। না হলে এখন উপজেলা নির্বাচন দেয়ার কথা নয়। ‘

জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হলে উপজেলা নির্বাচনে একক প্রার্থী দিতে হবে উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান কেন্দ্র মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

আন্দোলন বন্ধ করতে অবৈধ এ সরকার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেফতার করছে অভিযোগ করে প্রধান বক্তার বক্তব্যে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন বলেন,‘মামলা হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না। নির্যাতন যতো বেশি হয় আন্দোলন ততো বেগবান হয়। ‘

উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি এএম নাজিম উদ্দিন উপজেলা নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন।

উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।