ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক সেলিম জাহাঙ্গীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৪
চবি চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক সেলিম জাহাঙ্গীর

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদের ডিন নিয়োগ করা হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার(তথ্য) ফরহাদ হোসেন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর ১৯৬১ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি ১৯৭৬ সালে সরকারী মুসলিম হাই স্কুল থেকে এসএসসি, ১৯৭৮ সালে চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি, ১৯৮৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৯৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এম ফিল (ফার্মাকোলজি) ডিগ্রী লাভ করেন।


সেলিম জাহাঙ্গীর ১৯৮৪ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে সহকারী সার্জন হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০০৯ সালে ফার্মাকোলজি বিভাগে অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন। ২০১০ সালের ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারী ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।