ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘নারীরাই দেশে পরিবর্তন আনতে পারেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
‘নারীরাই দেশে পরিবর্তন আনতে পারেন’

ময়মনসিংহ : নারীরাই দেশের পরিবর্তন আনতে পারেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান ও সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান শেখ কবির হোসেন।

শনিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার বিদ্যাগঞ্জে সোহরাব-জোবেদা ট্রাস্ট পরিচালিত জোবেদা বালিকা বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, বর্তমান সরকার নারী শিক্ষার হার বাড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। একমাত্র নারীরাই দেশের পরিবর্তন আনতে পারেন, তারা সমাজকে পাল্টে দিতে পারেন।
উন্নত সমাজ গঠন করতে নারীদের কোনো বিকল্প নেই। এজন্যই নারীদের শিক্ষিত করে তুলতে হবে।
 
এ সময় উপস্থিত ছিলেন- সোহরাব-জোবেদা ট্রাস্ট’র চেয়ারম্যান ও জোবেদা বালিকা বিদ্যালয়ের সভাপতি ফকির মো. আব্দুল জলিল, অগ্রণী ব্যাংক লিমিটিড পরিচালনা বোর্ডের পরিচালক একেএম গোলাম কিবরিয়া এফসিএ, ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যলয়ের রেক্টর অধ্যাপক আমীর আহমেদ চৌধুরী রতন, ময়মনসিংহ প্রেসক্লাবের সভাপতি মো. আফছর উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. শামসুল আলম খান, ডাকসুর সাবেক নেতা অধ্যাপক ইউসুফ খান পাঠান, ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক প্রদীপ ভৌমিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল হক রিপন, হোটেল রেস্তোরা শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. আনিসুর রহমান টিপু প্রমুখ।

শেখ কবির হোসেন বলেন, বর্তমান সরকার সকল পর্যায়ে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। দেশের অবস্থা ভলো করতে ও উন্নতি করতে হলে শিক্ষার হার বাড়াতে হবে।

তিনি সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে গ্রামেগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠা ও সোহরাব-জোবেদা ট্রাস্ট পরিচালিত জোবেদা বালিকা বিদ্যালয়ের প্রয়াসেরও ভূয়সী প্রশংসা করেন।

সোহরাব-জোবেদা ট্রাস্টের চেয়ারম্যান ও জোবেদা বালিকা বিদ্যালয়ের সভাপতি ফকির মো. আব্দুল জলিল বলেন, তৃণমূলে নারীদের শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে আমরা এ প্রতিষ্ঠান গড়ে তুলছি।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।