ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সুচিত্রা স্মরণে চলচ্চিত্র উৎসব শুরু

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৪
চট্টগ্রামে সুচিত্রা স্মরণে চলচ্চিত্র উৎসব শুরু

চট্টগ্রাম: বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে শনিবার থেকে চট্টগ্রামে শুরু হয়েছে দু‘দিনব্যাপী চলচ্চিত্র উৎসব।

সুচিত্রা স্মরণে এ উৎসবের আয়োজন করেছে চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র।

ভারতীয় সহকারী হাই কমিশন এ উৎসবে সহযোগিতা করছে।

শনিবার বিকেলে নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন শহীদ জায়া বেগম মুশতারী শফী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী।

শুরুতে সুচিত্রা সেন অভিনীত ও অজয় কর পরিচালিত ‘হারানো সুর’ চলচ্চিত্রটি দেখানো হয়।
সন্ধ্যায় দেখানো হয় গুলজার পরিচালিত ‘আঁধি’ চলচ্চিত্রটি।

দু’দিনের এ উৎসবে সুচিত্রা অভিনীত চারটি ছবি দেখানো হচ্ছে।

শেষ দিনে রোববার বিকেলে অজয় কর পরিচালিত ‘সাত পাকে বাঁধা’ এবং সন্ধ্যায় অসিত সেন পরিচালিত ‘দীপ জ্বেলে যাই’ ছবিটি দেখানো হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০০ঘণ্টা, ফেব্রুয়ারি ০১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।