ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে আগুনে পুড়েছে দোকাক-বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫০, জানুয়ারি ৩১, ২০১৪
ফটিকছড়িতে আগুনে পুড়েছে দোকাক-বসতঘর ছবি:প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুর বাজারে আগুনে পুড়ছে ৬টি দোকান ও ৫টি বসতঘর। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।



খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।


ফটিকছড়ি ফায়ার স্টেশনের সহকারী স্টেশন কর্মকর্তা ফিরোজ খান বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে নানুপুর বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বিভিন্ন পরিমাপের ৬টি দোকান ও ৫টি বসত ঘর পুড়ে গেছে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।