ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আ.লীগ এমপি নদভীর ওপর জামায়াতের হামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
চট্টগ্রামে আ.লীগ এমপি নদভীর ওপর জামায়াতের হামলা

চট্টগ্রাম: চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দীন নদভীর ওপর হামলা চালিয়েছে জামায়াত-শিবিরের কর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় লোহাগড়া উপজেলার চুনতি ইউনিয়নের শাহ মঞ্জিল এলাকায় ১৯ দিনব্যাপী একটি সিরাতুন্নবী মাহফিলের শেষ দিনের অনুষ্ঠানে যোগ দিতে গেলে এ হামলা চালানো হয়।



প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাতুন্নবী মাহফিলের প্রধান অতিথি হিসেবে এমপি নদভী অনুষ্ঠানস্থলে গেলে জামায়াত-শিবিরের লোকজন জড়ো হয়ে পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। এসময় তাকে লক্ষ্য করে ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে হামলাকারীরা।


তবে, স্থানীয় লোকজন ও দলীয় নেতাকর্মীদের সহায়তায় পার্শ্ববর্তী একটি মসজিদে আশ্রয় নিয়ে নিজেকে রক্ষা করেন নদভী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, জামায়াত-শিবিরের দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছে।

হামলা চালালেও নদভী অক্ষত রয়েছেন জানিয়ে ওসি জানান, সংসদ সদস্যকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।