ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রমা’র পরিবেশনায় মঞ্চে ‘সোজন বাদিয়ার ঘাট’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৪
প্রমা’র পরিবেশনায় মঞ্চে ‘সোজন বাদিয়ার ঘাট’

চট্টগ্রাম: গ্রাম-বাংলার মানুষের দু:খগাঁথা, হাসি-কান্না, প্রেম-বিরহ বিশ্বস্থতার সাথে উঠে এসেছে জসীম উদ্দিনের সব কাব্যে। নাগরিক জীবনের যন্ত্র ও যান্ত্রিকতায় যন্ত্রণাদগ্ধ মানুষের জন্য তাই জসীম উদ্দীনের কাব্য স্বস্থির এক পরম নির্ভরতা।



জসীম উদ্দিনের কাব্যের শান্ত-স্নিগ্ধ অনুভূতিমালা ‘সোজন বাদিয়ার ঘাট’ বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চায়ন করেছে চট্টগ্রামের প্রতিশ্রুতিশীল আবৃত্তি সংগঠন প্রমা। নাগরিক জীবনের একঘেয়েমিতে ক্লান্ত দর্শক সেই আয়োজনে খুঁজে পেয়েছে গ্রামীণ জীবনের প্রেমময় স্পর্শ লাগা আবহ।


প্রমা’র এই প্রযোজনার পান্ডুলিপি নির্মাণ ও সম্পাদনা করেন শর্মিষ্ঠা বড়ুয়া। নির্দেশনা দিয়েছেন কংকন দাশ।

আয়োজনের শুরুতে বক্তব্য রাখেন প্রমা’র সভাপতি রাশেদ হাসান ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ পাল। প্রযোজনাটির শুরু হয় বাঁশির মুর্ছণা ও লোকগীতি দিয়ে। কথকের ভূমিকায় স্বপন দাশ হারিকেন হাতে বাঁশের সাঁকো পেরিয়ে মঞ্চে উপস্থিত হন। সোজন ও দুলীর নাম ভূমিকায় তাজুল ইসলাম ও লিপি তালুকদার দু’জনই দক্ষতার স্বাক্ষর রাখেছেন।

প্রায় ৭০ মিনিট ধরে এ শ্রুতি প্রযোজনাটিতে প্রমা’র ৪৬ জন আবৃত্তিশিল্পী তাদের পরিবেশনা দিয়ে দর্শকদের মুগ্ধ করেন।

প্রমা’র প্রযোজনার দশম মঞ্চায়নে অংশগ্রহন করেন কংকন দাশ, বিশ্বজিৎ পাল, শর্মিষ্ঠা বড়ুয়া, স্বপন দাশ, তাজুল ইসলাম, সাহেলী তাহের, ইব্রাহিম খলিল মাসুদ, এটিএম সাইফুর রহমান, রুনা চৌধুরী, সোনিয়া শবনম, কিশোয়ার জাহান তুলি, নাজমুল আলীম সাদেকী সুমন, সালমা জাহান, জোবায়ের জুয়েল, রাজু দাশগুপ্ত, আচরারুল হক, রাবেয়া সুলতানা, রোজী বিশ্বাস, লিপি তালুকদার, মাহফুজ আহমেদ, আসলাম হোসেন, মিল্টন দাশ বিজয়, মামুরা মমতাজ দীপা, পরিতোষ দাশ, রোমেনা আফাজ রুমি, আবুল ফয়েজ, সাইদুর রহমান পাটোয়ারী, ফারজানা আক্তার ফারজু, ফাতেমা তুজ জোহরা উর্মি, তামান্না ইসলাম, ইয়াসমিন আক্তার, তাসনিম জামাল, তনুজা বড়ুয়া, তাসলিমা আক্তার বৃষ্টি, রাজীব দাশ, সাজ্জাদ হোসেন তুষার, লিটন নন্দী, পার্থ প্রতিম মহাজন, সাজ্জাদুল আলম, সঞ্জয় সরকার, শবনম ফেরদৌসি, বিল্পব হোসেন, মাসকাওয়াত নসরুম ফাহিম, জয়নাল আবেদীন, রাজশ্রী ভৌমিক ও প্লাবন দাশ।

পুরো আয়োজনে আলোক প্রক্ষেপণে ছিলেন বাপ্পা চৌধুরী, তবলা ও ঢোলবাদ্যে ছিলেন রানা বড়ুয়া এবং বাঁশিতে ছিলেন শিমুল দাশ।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৩১,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।