ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক ৩

মিরসরাই প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, জানুয়ারি ৩১, ২০১৪
মিরসরাইয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ আটক ৩

চট্টগ্রাম: মিরসরাইয়ে অস্ত্র ও ফেনসিডিলসহ এক মহিলাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।


আটককৃতরা হলেন, হিঙ্গুলী ইউনিয়নের গনকছড়ার মৃত তাহের কোম্পানীর ছেলে আবু ছালেক (২৪), মনির আহম্মদের ছেলে মো রফিক (২৬), এবং তার স্ত্রী মরিয়ম প্রকাশ লায়লা (২২)।
মিরসরাই জোরারগঞ্জ থানার উপপরিদর্শক নাজমুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গনকছড়া এলাকায় অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

মরিয়মের দেওয়া তথ্য মতে মাদক ব্যবসায়ী রফিকের ঘর থেকে একটি পাইপগান উদ্বার করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে জানিয়েছেন ওসি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১. ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।