ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, ফেব্রুয়ারি ২, ২০১৪
চট্টগ্রামে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানার লালখান বাজার এলাকা থেকে ককটেল সদৃশ ৯টি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেল সাড়ে ৫টার দিকে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে খুলশী থানায় নিয়ে যাওয়া হয়েছে।



ঘটনাস্থলে যাওয়া খুলশী থানার উপ-পরিদর্শক (এস আই) শামসুর রহমান বাংলানিউজকে জানান, লালখান বাজার পোড়া কলোনি থেকে প্রায় পাঁচশ গজ দূরে এম আর সিদ্দিকীর পাহাড়ের পাদদেশে স্থানীয় শিশু-কিশোররা ঘুড়ি উড়ানোর সময় শার্টের প্যাকেট জাতীয় একটি বাক্স দেখতে পায়।

বাক্সটি নিয়ে তারা পোড়া কলোনির সামনে আসে এবং সেটি খুলে লাল টেপে মোড়ানো জর্দার কৌটা দেখে চিৎকার করে উঠে।
দেখতে পেয়ে স্থানীয় লোকজন বাক্সভর্তি বস্তুগুলো রাস্তার একপাশে রেখে দেয়।

এস আই শামসুর বাংলানিউজকে বলেন, ‘খবর পেয়ে আমরা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে যাচ্ছি। সেগুলো আসলে ককটেল কিনা সেটি পরীক্ষা করে দেখা হবে। এরপর আইনগত পদক্ষেপ নেয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।