কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় জিন্সের প্যান্ট পরিধান করে বিদ্যালয়ে যাওয়ায় অপরাধে মো. রেজাউল করিম নামে এক স্কুলছাত্রকে বেত দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষক।
বৃহস্পতিবার সকাল ১০টায় উখিয়ার সোনার পাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামসুল আলম এ কাণ্ড ঘটান।
শিক্ষকের বেদম প্রহারে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র রেজাউল করিমকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেতের আঘাতে তার শরীরের একাধিক স্থান ফুলে ও কেটে গেছে।
এ ঘটনায় আহত শিক্ষার্থীর বড় ভাই মোজাম্মেল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে রেজাউল করিম অ্যাসেম্বলি করার সময় বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শামসুল আলম তাকে জিন্সের প্যান্ট পরে স্কুলে আসার অপরাধে হামাগুড়ি দিতে বলেন। রেজাউল হামাগুড়ি দেওয়ার একপর্যায়ে হঠাৎ মাটিতে পড়ে যায়। তখন ওই শিক্ষক ক্ষিপ্ত হয়ে বেত দিয়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে।
উখিয়ার ইউএনও মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবুল কাশেমকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪