ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাটকা নিধন: চট্টগ্রামে দুই মাছ বিক্রেতাকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
জাটকা নিধন: চট্টগ্রামে দুই মাছ বিক্রেতাকে জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো্)

চট্টগ্রাম: জাটকা বিক্রির দায়ে দুই মাছ বিক্রেতাকে সাত হাজার টাকা জরিমানা করেছেন জেলা মৎস্য দপ্তর পরিচালিত ভ্রাম্যমান আদালত। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি জাটকা আটক করা হয়।



বৃহস্পতিবার সকালে ফিসারি ঘাটে এই অভিযান পরিচালনা করে জেলা মৎস্য দপ্তর।

দুই মাছ বিক্রেতার মধ্যে মো. মালুকে পাঁচ হাজার টাকা ও মো. আজাদকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম সরকার।


কামাল উদ্দিন বলেন,‘মৎস্য আইনে জাটকা ধরা ও বিক্রি নিষেধ। তাই এই দুজনকে জরিমানা করা হয়। জব্দ করা জাটকা বিভিন্ন এতিম খানায় দিয়ে দেওয়া হবে। ’

আদালত পরিচালনার সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব, মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।