চট্টগ্রাম: অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ৭টি ইটভাটাকে ৩ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) এটিএম আজহারুল ইসলাম যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে উপজেলার ফাইন, জনতা, বক্কর, রয়েল, শাহ আমানত, মিতালী ও কেউলিন ইট ভাটায় পরিমাপ আইন ও অবৈধভাবে কাঠ পুড়ানোর দায়ে সাত ইট ভাটাকে ৩লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করে।
এছাড়া ১০ হাজার ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়। এসব কাঠের বর্তমান বাজার মূল্য ২লাখ টাকা।
অভিযানে থানা পুলিশ ও রেঞ্জ কর্মকর্তা আলী আকবর কাজী এবং বীট কর্মকর্তা মঈন উদ্দীন আহমেদ চৌধুরী উপস্থিত সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১৪