চট্টগ্রাম: বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার রায় শুনতে আদালতে গিয়েছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী।
এসময় সঙ্গে ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান।
বৃহস্পতিবার দুপুরে বিচারক আদালতে এ আলোচিত মামলার রায় পড়াকালে আদালতে যান মহিউদ্দিনসহ নেতারা। এসময় আদালতের নিচে কিছুক্ষণ অপেক্ষা করেন এবং রায় পড়া শেষ হলে তারা ফিরে যান।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন,‘আমরা রায় শুনতে এসেছি। ’ তবে রায় সম্পর্কে কোন মন্তব্য করেননি নগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের এ নেতা। ।
প্রসঙ্গত, দশ ট্রাক অস্ত্র আটক সংক্রান্ত দু’টি মামলার মধ্যে চোরাচালান মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়াসহ ১৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অস্ত্র আইনে দায়ের করা অন্য মামলাটিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পেয়েছেন একই আসামিরা। এছাড়া অস্ত্র আটক মামলার অপর ধারায় সাত বছর কারাদণ্ড দেন বিচারক। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫ লাখ টাকা করে জরিমানাও প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারী ৩০, ২০১৪