ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাক্ষ্যপ্রমাণে রায় হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত নয়: পিপি

রমেন দাশগুপ্ত, ঊর্মি মাহবুব ও আবদুল্লাহ আল মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
সাক্ষ্যপ্রমাণে রায় হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিত নয়: পিপি

চট্টগ্রাম: দশ ট্রাক অস্ত্র মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ। এ রায় রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত বলে আসামীপক্ষের আইনজীবীদের অভিযোগ নাকচ করে দিয়েছেন তিনি।



রায় ঘোষণার পর সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় পিপি বলেন, আসামীপক্ষের অভিযোগ অবান্তর। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণ করতে পারায় আদালত আসামীদের সর্বোচ্চ শাস্তি দিয়েছেন।
এখানে উদ্দেশ্যপ্রণোদিত রায় দেয়ার কোন সুযোগ নেই।

পিপি বলেন, দশ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলা কোন সাধারণ ঘটনা নয়। এটা একটা অসাধারণ মামলা। এ ঘটনায় বাংলাদেশের সুনাম ও অস্তিত্বের প্রশ্ন জড়িত ছিল। পাশাপাশি বন্ধুরাষ্ট্র ভারতের অস্তিত্বও হুমকির মুখে পড়েছিল।

তিনি বলেন, এ ঘটনার সঙ্গে তৎকালীনে জোট সরকারের দু’মন্ত্রী, সামরিক-বেসামরিক পর্যায়ের সরকারের শীর্ষ কর্মকর্তা এবং উচ্চপর্যায়ের লোক জড়িত ছিলেন। অস্ত্রগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেটা রায়ে প্রমাণিত হয়েছে।

পিপি বলেন, সুতরাং এতবড় ঘটনায় দায়ের হওয়া একটি এ মামলায় উদ্দেশ্যপ্রণোদিত রায়ের কোন সুযোগ নেই।

এর আগে রায়ের পর আসামীপক্ষের আইনজীবীরা দশ ট্রাক অস্ত্র মামলার রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘন্টা, জানুয়ারি ৩০, ২০১৪

* নিজামী-বাবর-পরেশ বড়ুয়াসহ ১৪ জনের মৃত্যুদণ্ড
* রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে
* বিমর্ষ নিজামী, উত্তেজিত বাবর
* নজিরবিহীন নিরাপত্তায় চট্টগ্রাম আদালত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।