ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নিজামী-বাবরসহ আসামিরা আদালতে

রমেন দাশগুপ্ত, উর্মি মাহবুব ও আবদুল্লাহ আল মামুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪
নিজামী-বাবরসহ আসামিরা আদালতে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছে সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের আমির মতিউর রহমান নিজামী এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ হাজতে থাকা ১১ আসামিকে।

তাদের দশ ট্রাক অস্ত্র মামলার বিচারিক আদালত চট্টগ্রামের স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মুজিবুর রহমানের আদালতে হাজির করা হয়েছে।

 

বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে দিকে কঠোর নিরাপত্তার মধ্যে আসামিদের আদালতে নেওয়া হয়।

চট্টগ্রাম কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে নেওয়ার সময় সামনে-পেছনে পুলিশের কঠোর প্রহরা দেখা গেছে।
এসময় আসামিরা ছিলেন অনেকটাই স্বাভাবিক।

জেলহাজতে থাকা দশ ট্রাক অস্ত্র মামলার ১১ জন আসামি হলেন, জামায়াতের আমির ও সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী (৮২), বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (৫৩), এনএসআই’র সাবেক দুই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী (৬০) ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম (৬১), সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত উইং কমান্ডার সাহাবুদ্দিন আহমেদ (৫৩), সাবেক উপ-পরিচালক অবসরপ্রাপ্ত মেজর লিয়াকত হোসেন (৪৩), সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন (৪৭), সিইউএফএল’র সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন উদ্দিন তালুকদার (৬২), সাবেক জিএম (প্রশাসন) একেএম এনামুল হক (৬১), চোরাচালানি হাফিজুর রহমান হাফিজ (৪৮) এবং অস্ত্র খালাসের জন্য শ্রমিক সরবরাহকারী দীন মোহাম্মদ (৪৫)।

দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় দায়ের হওয়া দু’টি মামলার মধ্যে অস্ত্র আইনে দায়ের হওয়া মামলায় আসামি হিসেবে আছেন ৫০ জন। এর মধ্যে ১১ জন হাজতে, ২৭ জন আসামি জামিনে এবং ১২ জন পলাতক আছেন।
 
চোরাচালানের অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় ১১ জন হাজতে, ২৮ জন জামিনে এবং ১৩ জন আসামি পলাতক আছেন।

জামিনে থাকা আসামিদের মধ্যে বেশ কয়েকজন আদালতে হাজির আছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

চট্টগ্রাম কারাগারে আনা হয়েছে নিজামী-বাবরকে

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।