ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

দুই মাস পর মুক্তি পেল মীর নাছির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, জানুয়ারি ২৯, ২০১৪
দুই মাস পর মুক্তি পেল মীর নাছির ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দুই মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন। বুধবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন তিনি।



মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে মীর মোহাম্মদ নাছির উদ্দিনকে প্রধান কারা ফটকে ফুলের মালা দিয়ে বরণ করেন।

এসময় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে মীর নাছির বলেন, দেশে নব্য বাকশালী শাসন চলছে।
গণতন্ত্র সম্পূর্ণ পরাহত। ভোটবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের নৈতিক বৈধতা নেই।

গণআন্দোলনের মাধ্যমে মানুষের ভোটাধিকার ফিরিয়ে এনে জনগণের প্রকৃত সরকার প্রতিষ্ঠা করতে হবে উল্লেখ করে তিনি বলেন, যতই নির্যাতন-নিপীড়ন আসুক না কেন তা মোকাবেলা করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, সহ-সভাপতি আবু সুফিয়ান, সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আবদুস সাত্তার, মহানগর জাসাস সভাপতি কাজী আকবর, উত্তরজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ইউনুছ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি এনামুল হক এনাম, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুন জামান, সাবেক আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।