ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ

উপজেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
মিরসরাইয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের গাড়ি ভাংচুর অগ্নিসংযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই: মিরসরাই উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র মেহেদী হাসান(১১) সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

বুধবার সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার পথে করেরহাট এলাকায় বারৈয়ারহাটগামী বালু বোঝাই একটি ট্রাক(ফেনী-ট- ০২০০৬১) রাস্তা পারাপারের সময় মেহেদীকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।



মেহেদী মিরসরাই থানার চত্তরোয়া গ্রামের জানু সওদাগর বাড়ির শরিয়তুল্লার ছেলে।

এদিকে এ খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের করেরহাট বাজার এলাকায় একটি ট্রাক ও কয়েকটি গাড়ি ভাংচুর করে সড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধ স্কুল শিক্ষার্থীরা।


বিক্ষুব্ধ শিক্ষার্থীদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে আনার চেষ্টা করছে পুলিশ।

মিরসরাই থানার উপ-পরিদর্শক(এসআই) নাজমুল বাংলানিউজকে বলেন, স্কুলে যাওয়ার পথে একটি ট্রাক মেহেদীকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, সড়ক দুর্ঘটনার খবর বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এসে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা তিনটি গাড়িও ভাংচুর করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হ হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫২ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।