ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চারুকলায় শনিবার দিনব্যাপী পৌষ পার্বণ ও বাউল সন্ধ্যা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
চারুকলায় শনিবার দিনব্যাপী পৌষ পার্বণ ও বাউল সন্ধ্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম / ফাইল ফটো

চট্টগ্রাম: হাজার বছরের লোকজ সংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে চট্টগ্রামে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৌষ পার্বণ ও বাউল সন্ধ্যার আয়োজন করেছে।

আগামী শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টা থেকে নগরীর চারুকলা ইনস্টিটিউটের শিল্পী রশিদ চৌধুরী গ্যালারি প্রাঙ্গণে দিনব্যাপী এ পৌষ পার্বণ ও বাউল সন্ধ্যা অনুষ্ঠিত হবে।



চারুকলার শিক্ষার্থী শাকিল উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিনব্যাপী এ অনুষ্ঠানে থাকবে ঢাকের জয়ধ্বনি, আলোচনা সভা, রকমারি পিঠা ঘর উদ্বোধন, পুতুল নাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রযোজনা, প্রদীপ প্রজ্বলন ও বাউল সন্ধ্যা।

এতে বলা হয়, নগর সংস্কৃতির আগ্রাসনে হাজার বছরের গড়ে উঠা লোকজ সংস্কৃতি যাতে হারিয়ে না যায়, এ সংস্কৃতির বিভিন্ন দিক ও ধারাসমূহ ধারণ ও চর্চা করার লক্ষ্যে চারুকলার শিক্ষার্থীরা পৌষ পার্বণ ও বাউল সন্ধ্যার আয়োজন করেছে।


বাংলাদেশ সময়: ১২২৬ঘণ্টা, জানুয়ারি ২৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।