ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে সুচিত্রা স্মরণে চলচ্চিত্র অধিবেশনের আয়োজন

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
চট্টগ্রামে সুচিত্রা স্মরণে চলচ্চিত্র অধিবেশনের আয়োজন

চট্টগ্রাম: বাংলা চলচ্চিত্রের মহানায়িকা সুচিত্রা সেন স্মরণে ‘শ্রদ্ধাঞ্জলি: সুচিত্রা সেন’ শিরোনামের দু`দিনের চলচ্চিত্র অধিবেশনের আয়োজন চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র। ভারতীয় হাইকমিশন এ অধিবেশনে সহযোগিতা দিচ্ছে।



আগামী ১ ও ২ ফেব্র“য়ারি নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে সুচিত্রা সেন অভিনীত চারটি ছবি প্রদর্শিত হবে।


চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সভাপতি শৈবাল চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘সুচিত্রা সেনের প্রয়াণে আমরা সবাই শোকাহত। এ চলচ্চিত্র অধিবেশনের আয়োজন তার স্মৃতির প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি। ’

তিনি জানান, অধিবেশনের প্রথম দিনে ১ ফেব্রুয়ারি বিকাল ৪টায় প্রদর্শিত হবে অজয় কর পরিচালিত হারানো সুর এবং সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে গুলজার পরিচালিত আঁধি।

অধিবেশনের শেষ দিন ২ ফেব্রুয়ারি বিকাল ৪টায় দেখানো হবে অজয় কর পরিচালিত সাত পাকে বাঁধা এবং সন্ধ্যা ৭টায় অসিত সেন পরিচালিত দীপ জ্বেলে যাই।

নির্ধারিত দর্শনীর বিনিময়ে দর্শকরা এসব ছবি দেখতে পারবেন।

বাংলাদেশ সময়: ১১৫২ঘণ্টা, জানুয়ারি ২৯,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।