ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সদরঘাটে বিএনপি নেতা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪
সদরঘাটে বিএনপি নেতা খুন

চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানার পূর্ব মাদার বাড়ি এলাকায় জানে আলম নামে (৪০) এক বিএনপি নেতাকে কুপিয়ে খুন করেছে দুবৃত্তরা।

মঙ্গলবার রাতের কোন এক সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নগরীর মাঝিরঘাট ইউনিট বিএনপির সহ-সভাপতি জানে আলম পূর্ব মাদার বাড়ির আবুল খায়ের মসজিদ বাড়ির মৃত আব্দুল আজিজের সন্তান।


চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল সালাউদ্দিন বাংলানিউজকে জানান, সড়রঘাট থানার পূর্ব মাদার বাড়ি মুক্তিযোদ্ধা ক্লাবের ভেতরে বুধবার সকালে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারিরা জানে আলমকে চমেক হাসপাতালে নিয়ে আসে।

সেখানে আনার পর দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সালাউদ্দিন জানান, জানে আলমের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।  

এদিকে বিএনপি নেতা জানে  আলমের প্রকৃত খুনিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ডবলমুরিং থানা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

রাজনৈতিক দ্বন্দের জের ধরে জানে আলমকে খুন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন,‘প্রকৃত খুনীদের যে অবিলম্বে গ্রেফতার করা হয়। ‘

বাংলাদেশ সময়:১০৪০ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।