ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অনুমতি ছাড়াই কালো পতাকা মিছিল করবে ১৯ দলীয় জোট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪
অনুমতি ছাড়াই কালো পতাকা মিছিল করবে ১৯ দলীয় জোট

চট্টগ্রাম: পুলিশের অনুমতি না থাকলেও বন্দর নগরী চট্টগ্রামে বুধবার ১৯ দলীয় জোট কালো পতাকা মিছিল করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার রাতে নগর বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয় বুধবার বিকেলে খালেদা জিয়ার গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার আন্দোলনের ১৯ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে।



নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ১৯ দলীয় জোট এ কর্মসূচির আয়োজন করছে বলে জনানো হয়।

কর্মসূচিতে মহানগর উত্তর ও দক্ষিণ জেলার ১৯ দলীয় জোটের নেতা-কর্মীদের ব্যানার ও মিছিল সহকারে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়।
   

তবে কালো পাতাকা মিছিলের অনুমতি দেয়া হয়নি বলে জানিয়েছেন নগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার।

তিনি বলেন, কালো পতাকা মিছিলের জন্য ১৯ দলীয় জোট অনুমতি চেয়েছিল। তাদের অনুমতি দেয়া হয়নি।

তবে পুলিশের পক্ষ থেকে বুধবার সকালে অনুমতি পাওয়ার আশা করছেন বিএনপি নেতারা। তারা বলছেন, আমরা শান্তিপূর্ণ মিছিল করবো। তাতে অনুমতি না দেয়ার কোন কারণ নেই।

বাংলাদেশ সময়:২২৫৯ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।