ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কাপড়

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
চট্টগ্রামে আগুনে পুড়েছে ঝুট কাপড়

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সাগরিকা এলাকায় পাহাড়তলী থানার পাশে অ‍াগুনে পুড়েছে প্রায় চার লক্ষ টাকার ঝুট কাপড়।

শনিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।



চট্টগ্রামের ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এম এ মালেক জানান, পাহাড়তলী থানার পাশে রেলওয়ের জায়গায় জনৈক দুলাল মিয়া ও সেলিম সওদাগরের বেশকিছু ঝুটকাপড় স্তূপ করে রাখা ছিল।

শনিবার ভোর ৪টার দিকে বিড়ি-সিগারেটের আগুন থেকে ঝুট কাপড়গুলে‍াতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নগরীর আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১০৩০ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।