ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে এক কোটি টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার ৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৪
চট্টগ্রামে এক কোটি টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় গ্রেফতার ৫ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে আবু আহম্মেদ নামে এক হুন্ডি ব্যবসায়ীকে অপহরণের পর এক কোটি টাকা মুক্তিপণ আদায়ের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা ভাগ-বাঁটোয়ারার চেকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়।



বৃহস্পতিবার রাতে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান নগর গোয়েন্দা পুলিশ। তবে ঘটনার মূল হোতা দেশে না থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে দাবি করেন তারা।


আটক ৫জন হলেন- মো. আবদুর রহিম (৫১), মো. শহিদুল্লাহ (২৮), মো. মহসিন উদ্দিন (৩২), মো. হামিদ হাসান(৩০) ও মো. দিদারুল আলম(২৯)।

অপহৃত ব্যবসায়ী ‍আবু আহম্মেদ বাংলানিউজকে বলেন,‘গত ৩ আগস্ট রাত সাড়ে এগারটার দিকে নগরীর পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার ২নম্বর রোডে সেলুন থেকে বের হওয়ার সময় আমাকে অস্ত্রের মুখে মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা। পরে হাটহাজারী উপজেলার চারিয়ার একটি পাহাড়ি এলাকায় নিয়ে আটকে রাখে। ’

‘এসময় তারা আমার কাছ থেকে তিন কোটি টাকা চাঁদা দাবি করে। অন্যথায় আমাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। বিষয়টি আমার পরিবারকে জানাই। পরদিন আমার ছোট ভাই অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করে রাউজানের এরশাদ শাহ মাজার এলাকায় গিয়ে এক কোটি টাকা হস্তান্তর করে। মুক্তিপণের টাকা পাওয়ার পর ঘটনার মূল হোতা নুর উদ্দিনের নির্দেশে ওইদিন রাত নয়টার দিকে হাটহাজারীর শেরে বাংলা(রা.) মাজার এলাকায় তারা আমাকে ছেড়ে দেয়। ’

তিনি বলেন, ‘পরে বিষয়টি কারা ঘটিয়েছে জানতে পেরে পুলিশের সঙ্গে পরামর্শ করি। তারা আমাকে মামলা দায়েরের পরামর্শ দেয়। ’

নগরীর রেয়াজ উদ্দিন বাজারে তার পারফিউম, মুঠোফোন ও হুন্ডির ব্যবসা রয়েছে বলে জানান তিনি।
 
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বাবুল আক্তার বাংলানিউজকে বলেন,‘মামলাটি পাওয়ার পর ঘটনার মূল হোতা নুর উদ্দিনের ইস্টার্ন ব্যাংকের হিসাব বের করি। ঘটনার পর ওই হিসাবে অস্বাভাবিক লেনদেন হয়। সন্দেহ না হওয়ার জন্য একসঙ্গে টাকা জমা না দিয়ে কয়েকদিন পরপর কয়েক লাখ টাকা করে ব্যাংকে রাখে সে। এরপর ঘটনায় জড়িত অন্যদের অবস্থান শনাক্ত করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মুক্তিপণের টাকা ভাগ-বাঁটোয়ারার চেকসহ গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়। ’

তিনি বলেন, ‘ঘটনার মূল হোতা নুর উদ্দিন হাটহাজারীর ছিপাতলী এলাকায় দু’বার ইউপি চেয়ারম্যান নির্বাচন করে ফেল করেন। এছাড়া বেশ কয়েকবার বিভিন্ন অপরাধে জেলও কাটেন তিনি। বর্তমানে দেশের বাইরে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ঘণ্টা, জানুয়ারী ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।