ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নাশকতার মামলায় চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
নাশকতার মামলায় চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর জামায়াতের রুকন ও চকবাজার থানা জামায়াতের আমির আব্দুল হান্নানকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাত দেড়টার দিকে নগরীর চকবাজার এলাকায় একটি মাজারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।



বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম আগে থেকেই চকবাজারে একটি মাজারের আশপাশে অবস্থান নিয়েছিল। তথ্য অনুযায়ী আব্দুল হান্নান ওই মাজারের সামনে আসার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।


ওসি জানান, আব্দুল হান্নান নাশকতা, গাড়ি ভাংচুর ও পুলিশের উপর হামলার অভিযোগে বাকলিয়া থানায় দায়ের হওয়া তিনটি ‍মামলার পলাতক আসামী।

এছাড়া আব্দুল হান্নানের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আরও কয়েকটি মামলা আছে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৩,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।