ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ১৪বসতঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪
চট্টগ্রামে পৃথক অগ্নিকাণ্ডে পুড়েছে ১৪বসতঘর

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী ও রাঙ্গুনিয়া উপজেলায় পৃথক অগ্নিকাণ্ডে ১৪টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



বুধবার দিনগত রাতে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক গোলযোগে বুধবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়ায় আহমদ হোসেন চেয়ারম্যানের বাড়িতে একটি বসত ঘরে আগুন লাগে।
তাৎক্ষনিকভাবে আগুন পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নগরীর কালুরঘাট ফায়ার স্টেশনের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে পৌনে ৪টার দিকে আগুন নির্বাপন করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগীয় সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত টেলিফোন অপারেটর প্রহল্লাদ সিংহ বাংলানিউজকে জানান, আগুনে ৪জন মালিকের চারটি কাঁচা বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

এদিকে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা এলাকায় একটি বাড়িতে আগুন লেগে ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এরপর রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ফায়ার সার্ভিসের কর্মী প্রহল্লাদ সিংহ বাংলানিউজকে বলেন,‘বৈদ্যুতিক গোলযোগে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। ’

বাংলাদেশ সময়: ১০২০ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।