ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ভারত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
চট্টগ্রামের ১৪৮ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ভারত

চট্টগ্রাম: চট্টগ্রাম বিভাগের ১৪৮ মুক্তিযোদ্ধার সন্তানকে বৃত্তি দিচ্ছে সহকারী ভারতীয় হাইকমিশন।

শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেবেন।



সূত্র জানায়, একাত্তরে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা পরিবারের উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের ১হাজার ৩শ’ ৬৪জন ছাত্র-ছাত্রীকে প্রায় ২ কোটি ৩৪ লক্ষ টাকার বৃত্তি প্রদান করছে ভারত সরকার। এরই অংশ হিসেবে শুক্রবার চট্টগ্রাম বিভাগে ১৪৮ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে।


স্নাতক শ্রেণির শিক্ষার্থীদের বাৎসরিক ২৪ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের ১০ হাজার টাকা হারে বৃত্তি দেয়া হবে।

এই অনুষ্ঠানে নগরীর নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।