ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

হালিশহরে আগুনে পুড়েছে তিন ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
হালিশহরে আগুনে পুড়েছে তিন ঘর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: নগরীর হালিশহর থানার বি-ব্লকে সোমবার দুপুরে আগুন লেগে তিনটি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।



ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের অফিসার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, দুপুর সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগে হালিশহরের বি-ব্লকে একটি সেমিপাকা বসত ঘরে আগুন লাগে। মুহূর্তেই তা পাশের একটি বসতঘরসহ গোয়ালঘরে ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের বন্দর স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি জানান, এ ঘটনায় প্রায় ১৫লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।