ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ড-সাতকানিয়া থেকে ৪ জামায়াত কর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সীতাকুণ্ড-সাতকানিয়া থেকে ৪ জামায়াত কর্মী গ্রেফতার

চট্টগ্রাম: সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ৪ জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।



রোববার রাতভর অভিযান চালিয়ে সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সীতাকুন্ড থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতাল- অবরোধে গাড়ি ভাংচুর ও অগ্নি সংযোগের অভিযোগে দায়ের হওয়া মামলায় খাইবুল ইসলাম ও ইকবাল নামে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।


সাতকানিয়া থানার এএসআই আনসারুল হক বাংলানিউজকে বলেন, সাতকানিয়া উপজেলার ঢেমশা ও আব্দুল নগর এলাকা থেকে দুই জামায়াত কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, সাতকানিয়া পশ্চিম ঢেমশা থেকে নুরুল ইসলামের ছেলে পল্লী চিকিৎসক মোহাম্মদ ইমরান ও আব্দুল নগর এলাকার মৃত ফজল কবিরের ছেলে আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া কেউচিয়া এলাকা থেকে জামাল উদ্দিন নামে ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে জানান এএসআই আনসারুল।

বাংলাদেশ সময়:১১১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad