ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চুয়েটিয়ান’

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
‘সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চুয়েটিয়ান’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও মৌন মিছিল করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা।

রোববার দুপুরে ‘সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে চুয়েটিয়ান’ শীর্ষক ব্যানারে এ কর্মসূচি পালন করে তারা।



বিশ্ববিদ্যালয় সুত্র জানায়, রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মৌন মিছিল বের করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে তারা।

মানববন্ধনে বক্তারা সংখ্যালঘুদের উপর হামলার নিন্দা ও হামলাকারীদের বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৯১১ঘণ্টা, জানুয়ারী ১৯, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।