ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: জিয়াউর রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনের মাধ্যমে আওয়ামী লীগ দেশে রাজনীতি করার সুযোগ পেয়েছিল উল্লেখ করে মহানগর বিএপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন,‘সেই বহুদলীয় গণতন্ত্র আজ ক্ষতবিক্ষত। ’   

আওয়ামী লীগ সরকার সংবিধানের দোহাই দিয়ে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন তিনি।



রোববার দুপুরে নগরীর পাহাড়তলী বাজারে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক।

শহীদ জিয়াউর রহমানের ৭৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখা এ ক্যাম্পের আয়োজন করে।
 

ডা.শাহাদাত হোসেন বলেন,‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র উদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে। স্বৈরাচারী আওয়ামী সরকারের বাকশালী শাসন থেকে গণতন্ত্র মুক্ত হবেই। ’

ড্যাব চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলম, ডা. মোফাচ্ছের হোসেন, ডা. রিফাত আনোয়ার, ডা. নাজনীন হোসেন, ডা. জহির উদ্দিন, নগর যুবদল সহ- সভাপতি নুর আহমদ গুড্ডু প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:১৭১০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবতী, ব্যুরো এডিটর।    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।