ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে পাঁচ শিবির কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৬, জানুয়ারি ১৯, ২০১৪
সীতাকুণ্ডে পাঁচ শিবির কর্মী আটক ছবি: প্রতীকী

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো.আজম (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় জড়িত সন্দেহে শিবিরের পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতভর সীতাকুণ্ডের বার আউলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।



সীতাকুণ্ড থানার ওসি মো.ইফতেখার হাসান বাংলানিউজকে বলেন, বার আউলিয়া এলাকা থেকে দু’জন সক্রিয় শিবির কর্মীকে আটক করেছি। তারা মূলত ঘটনার সঙ্গে জড়িত মনে করছি।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনও স্বীকার করেনি।

ওসি জানান, সীতাকুন্ড পৌর এলাকা থেকে শিবিরের সক্রিয় আরও পাঁচ কর্মীকে আটক করা হয়েছে। তাদেরও আজমকে কুপিয়ে আহত করার ঘটনায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে শনিবার রাতে সীতাকুণ্ডের বার আউলিয়া এলাকায় সোনাইছড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আজমকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য ছাত্রলীগ জামায়াত-শিবিরকে দায়ী করেছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ঘণ্টা, জানুয়ারি ১৯,২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।