ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ‘পুলিশ’ লেখা গাড়ি থেকে মদসহ আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, জানুয়ারি ১৮, ২০১৪
চট্টগ্রামে ‘পুলিশ’ লেখা গাড়ি থেকে মদসহ আটক ২

চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় ‘পুলিশ’ স্টিকার লাগানো একটি মাইক্রোবাস থেকে এক হাজার লিটার চোলাই মদসহ দু’জনকে আটক করেছে।

শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া সদরের থানার মোড় থেকে তাদের আটক করা হয়েছে।



আটক দু’জন হল, বদিউল আলম (৩২) এবং মো.শাহেদ (২৪)।

লোহাগাড়া থানার ওসি মো.শাহজাহান বাংলানি‌উজকে জানান, মাইক্রোবাসটি চকরিয়া থেকে নগরীর দিকে যাচ্ছিল।
মাইক্রোবাসের সামনে লেখা ছিল, পুলিশের এসকর্ট ডিউটি-৩।

লেখাটি দেখে মহাসড়কে দায়িত্বরত টহল পুলিশের সন্দেহ হলে তারা সেটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় সেখানে বস্তাভর্তি চোলাই মদের প্যাকেট পাওয়া যায়। পুলিশ মাইক্রোবাসসহ দু’জনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক বদিউল ও শাহেদের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার মানিকপুর গ্রামে বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৪০০ঘণ্টা, জানুয়ারি ১৮,২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।