ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গ্রামীণফোন-চ্যানেল আই প্রকৃতি মেলা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
চট্টগ্রামে গ্রামীণফোন-চ্যানেল আই প্রকৃতি মেলা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রকৃতি সংরক্ষণের আহ্বান জানিয়ে ‘সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন’ স্লোগানে বন্দরনগরী চট্টগ্রামে গ্রামীণফোন-চ্যানেল আই প্রকৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার এ উপলক্ষে নগরীর চেরাগী পাহাড় মোড়ে এক প্রকৃতি সমাবেশের আয়োজন করা হয়।

প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গ্রামীন ফোন-চ্যানেল আই প্রকৃতি মেলার আয়োজন করা হয়েছে।

প্রকৃতি ও জীবন ক্লাবের আহ্বায়ক অধ্যাপক মনজুরুল কিবরিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস উপস্থিত ছিলেন।
 

এছাড়া চ্যানেল আইয়ের চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, পরিবেশ সংগঠক শরীফ চৌহান, যুব সংগঠক জাহেদুর রহমান সোহেল, নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মোস্তাফা মোহাম্মদ এমরান,  সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ, রোভার লিডার মোহাম্মদ এনাম, ছাত্র নেতা শিবু প্রসাদ দাশ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সুরজিত দত্ত সৈকত, শিল্পী  শুভ্রাসেন গুপ্তা, ইশতিয়াক ইবনে ফাহাদ প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।

সমাবেশ শেষে বেলুন উড়িয়ে চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন।   শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০৩১ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।