ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পোশাক কর্মীর রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জানুয়ারি ১৭, ২০১৪
চট্টগ্রামে পোশাক কর্মীর রহস্যজনক মৃত্যু

চট্টগ্রাম: নগরীর ইপিজেড থানার নারিকেল তলা আলম কলোনী এলাকায় খাদিজা বেগম(২২) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় খাদিজার স্বামী আবদুল আহাদকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে এঘটনা ঘটে।

খাদিজা বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাটপাড়া গ্রামের বাসিন্দা।
আবদুল আহাদের দাবি, খাদিজা আত্মহত্যা করেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে বলেন,‘দুপুর দেড়টার দিকে খাদিজাকে গুরুতর আহতবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয় লোকজন ও তার স্বজনরা। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ’

ইপিজেড থানার উপ পরিদর্শক মো. আলমগীর বাংলানিউজকে বলেন,‘আবদুল আহাদ জানান, সকালে তার সঙ্গে খাদিজার ঝগড়া হয়েছে। বেলা ১১টার দিকে সবার অলক্ষ্যে বাসার সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে খাদিজা। বিষয়টি প্রতিবেশীরা ঠের পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। ’

‘আবদুল আহাদের আচরণ সন্দেহজনক মনে না হওয়ায় তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। স্বামী-স্ত্রী দু’জনই ইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। ’

বাংলাদেশ সময়: ১৯২৯ঘণ্টা, জানুয়ারী ১৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।