ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ১২ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৪
চট্টগ্রামে ১২ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম: অবৈধ অনুপ্রবেশের দায়ে সাতকানিয়া উপজেলার এওচিয়া এলাকা থেকে মিয়ানমারের ১২জন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।



আটক রোহিঙ্গারা হলেন- মো. হাশেম(২৭), আবদুল করিম(১৮), মো. আবদুল্লাহ(২২), মো. আমিন(২৫), মো. সুলতান(২৬), মো. আবদুল্লাহ(২০), মো. শুক্কুর(২১), মো. মনসুর(২২), মো. তৈয়ব(২০), মো. সলিম(২৩), সৈয়দ আমিন(২২) ও মো. ইলিয়াছ(২৪)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ হোসেন বাংলানিউজকে বলেন,‘বৃহস্পতিবার রাতে এওচিয়া এলাকা থেকে ১২জন মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।
তারা মিয়ানমারের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ’

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, জানুয়ারী ১৭, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad