ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাস্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সাস্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে প্রতিবাদী সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: সাস্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে চট্টগ্রামে প্রতিবাদী আবৃত্তি সমাবেশ ও মানববন্ধন করেছে সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম।  

দেশজুড়ে আন্দোলনের নামে ধ্বংসযজ্ঞ এবং নির্বাচন পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।



সমাবেশে বক্তারা বলেন, ‘সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে সুনির্দিষ্ট আইন এবং দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে আইনের দ্রুত বাস্তবায়ন প্রয়োজন। শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, দেশের প্রতিটি নাগরিককে নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের।
রাজনীতির নামে যারাই সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করুক না কেন তাদের প্রত্যেককেই দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। ’

ইতিপূর্বে সংঘটিত সাম্প্রদায়িক হামলার সুষ্ঠু বিচার না হওয়াতেই দেশে এ ধরণের নৈরাজ্য বেড়ে চলেছে বলেও মন্তব্য করেন তারা।

জোটের ভারপ্রাপ্ত সভাপতি আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক তাহেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সেকান্দার খান চৌধুরী, চবি শিক্ষক ড. জিনবোধী ভিক্ষু, বাংলাদেশ শিক্ষক সমিতির আঞ্চলিক সম্পাদক মো: লকিতুউল্লাহ, বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সহ-সভাপতি বেনু কুমার দে, নাট্যজন অধ্যাপক ম. সাইফুল আলম চৌধুরী, আইইবির সাবেক সভাপতি ইঞ্জিয়ার দেলোয়ার মজুমদার প্রমুখ।

আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী দিলরুবা খানম, মুজাহিদুল ইসলাম, কণা দাশ, ফরিদ উদ্দীন মোহাম্মদ, ইউসুফ হাসান বাপ্পী, মাসুদ তালুকদার, তৈয়বা জহির আরশি, রিপন ধর, সমুদ্র টিটো এবং সাইদুল করিম সাজু।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, নাট্যজন মোসলেম উদ্দীন শিকদার, ওডেবের প্রধান নির্বাহী কবি শ্যামলী মজুমদার, মুক্তিযোদ্ধা পঞ্চানন চৌধুরী, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান প্রমুখ।

পেশাজীবী সমন্বয় পরিষদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, উদীচী শিল্পীগোষ্ঠি, বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, গণায়ন নাট্য সম্প্রদায়, প্রতিনিধি নাট্য সম্প্রদায়, বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাসসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করে।

বাংলাদেশ সময়:১৮৫০ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।