bangla news

কর্ণফুলীতে ফিশিং ট্রলারে আগুন

61 |
আপডেট: ২০১৪-০১-১৬ ৫:৩৪:২৬ এএম
ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ছবি: বাংলানিউজ ফাইল ফটো

নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মাছ ধরার জালসহ নৌকার বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার চরপাথরঘাটা এলাকায় নদীতে নোঙর করা একটি ফিশিং ট্রলারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার মাছ ধরার জালসহ নৌকার বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে গেছে।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের বিভাগীয় কার্যালয়ের কন্ট্রোল রুমে দায়িত্বরত টেলিফোন অপারেটর শাহেদুর রহমান বাংলানিউজকে জানান, কর্ণফুলী নদীর পূর্ব তীরে নোঙর করা একটি ফিশিং ট্রলারের জেনারেটরে বৈদ্যুতিক গোলযোগে আগুন লেগে যায়।

খবর পেয়ে লামা বাজার ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন,‘ এঘটনায় নৌকার বিভিন্ন যন্ত্রাংশসহ মাছ ধরার জাল মিলে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।’

কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) খালেদ উদ্দিন বাংলানিউজকে বলেন,‘কর্ণফুলী নদীর পূর্ব তীরে একটি মাছ ধরার ট্রলারে আগুন লেগে যায়। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।’

বাংলাদেশ সময়: ১৬১১ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর।

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2014-01-16 05:34:26