ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ড-সাতকানিয়ায় ৬ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সীতাকুণ্ড-সাতকানিয়ায় ৬ জামায়াত-শিবিরকর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম: নাশকতার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছয় জামায়াত-শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।



গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুই জনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সীতাকুণ্ডে ওমর ফারুক (২৫), আবদুল জলিল রুবেল (২৮)।
বাকিদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বাংলানিউজকে জানান, সীতাকুণ্ডের বারবকুণ্ড, জলিল গেইটসহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বুধবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেন,‘তাদের বিরুদ্ধে মহাসড়কে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ’

পুলিশ সূত্র জানায়, ১৮দলীয় জোটসহ জামায়াত-শিবিরের ডাকা হরতাল-অবরোধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ি ভাংচুর-অগ্নিসংযোগসহ নৈরাজ্যকর ঘটনায় গ্রেপ্তারকৃতরা সরাসরি অংশ নিয়েছিল।
 
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতকানিয়া থানার ওসি খালেদ হাসান বাংলানিউজকে বলেন,‘উপজেলার ছদাহা এলাকা থেকে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তিনটি করে মামলা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।