ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে গাঁজা-জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ, আটক ২৬

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৪
চট্টগ্রামে গাঁজা-জুয়ার আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ, আটক ২৬

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বিআরটিসি এলাকার বয়লার কলোনি নামে একটি বস্তিতে অভিযান চালিয়ে পুলিশ ২৬ মাদক বিক্রেতা ও সেবনকারীকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এসময় পুলিশ বয়লার কলোনি ও পুরাতন রেলস্টেশনে বেশ কয়েকটি গাঁজা সেবন ও জুয়ার ‍আসর গুঁড়িয়ে দিয়েছে।



পুলিশ মাদক বিক্রেতা ও সেনকারীদের কাছ থেকে একটি মোটর সাইকেল, ৫ কেজি গাঁজা, একটি বড় ছোরা, একটি চাপাতি উদ্ধার করেছে।

শনিবার বিকেলে পুলিশ একযোগে বয়লার কলোনি ও পুরাতন রেলস্টেশনে সাঁড়াশি অভিযান চালায়।


কোতয়ালী থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বাংলানিউজকে বলেন, বয়লার কলোনি বস্তিতে বেশ কয়েকটি গাঁজা ও জুয়ার আসর আছে। বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীরা সেখানে গিয়ে গাঁজা ও ইয়াবা সেবন করে। আমরা গাঁজা ও জুয়ার আসরগুলো গুঁড়িয়ে দিয়েছি।

ওসি জানান, পুরাতন রেলস্টেশনসহ আশপাশের এলাকায়ও মাদক বিক্রেতারা বেশ কয়েকটি জুয়ার আসর গড়ে তুলেছে। সেখানে রাতদিন জুয়া খেলার পাশাপাশি বিভিন্ন ধরনের মাদক বিক্রি হত। পুলিশ ওই আসরগুলোও গুঁড়িয়ে দিয়েছে।

আটক মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি একেএম মহিউদ্দিন সেলিম।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জানুয়ারি ২৫,২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।