ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে ১২০০ ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪
কর্ণফুলীতে ১২০০ ইয়াবাসহ যুবক আটক ছবি: (ফাইল ফটো)

চট্টগ্রাম: নগরীর কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকা থেকে ১হাজার ২শ’ পিস ইয়াবাসহ মোক্তার মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।

আটক মোক্তার কক্সবাজার জেলার উখিয়া থানার রাজা পালং দুছড়ী এলাকার মো. ইসলামের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তৃতীয় কর্ণফুলী সেতুর দক্ষিণ পাড়ে টুল প্লাজা সংলগ্ন রাস্তায় এক যুবককে সন্দেহ জনকভাবে আটক করা হয়।
এ সময় তার লুঙ্গির ভাঁজ থেকে  বিশেষভাবে গুজানো ছোট ছয়টি নীল রংয়ের পলিথিনের প্যাকেট জব্ধ করা হয়।

এসব পলিথিন থেকে ১হাজার ২শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার বাজার মূল্য প্রায় ৩ লাখ ৬০হাজার টাকা।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. বাবুল আক্তার বাংলানিউজকে জানান, আটক হওয়া যুবক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এসব ইয়াবা সীমান্ত এলাকা থেকে কিনে মইজ্জারটেক এলাকার জনৈক ফিরোজের কাছে বিক্রি করতে এসেছিল।

তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।