ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইউএসটিসি’র উপাচার্য অবরুদ্ধ, বন্ধ ঘোষণার একঘণ্টার মধ্যেই প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
ইউএসটিসি’র উপাচার্য অবরুদ্ধ, বন্ধ ঘোষণার একঘণ্টার মধ্যেই প্রত্যাহার

চট্টগ্রাম: ব্যবসায় প্রশাসন অনুষদ অন্যত্র সরিয়ে দেয়াসহ বিভিন্ন দাবিতে বন্দরনগরী‍র  বেসরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (ইউএসটিসি) উপাচার্য ও উপ-উপাচার্যকে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টায় উপাচার্য ও উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে তাদের কক্ষ অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।

এরপর বিকেল ৩টার দিকে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি শান্ত হয়।

কিন্তু বন্ধ ঘোষণার এক ঘণ্টার মধ্যেই তা ফের প্রত্যাহার করে নেয়া হয়েছে।


বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. শামসুজ্জোহা বাংলানিউজকে বলেন,‘ইউএসটিসি’র ব্যবসায় প্রশাসন অনুষদকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে উপাচার্য এবং উপ-উপাচার্যের কক্ষের সামনে অবস্থান নেয়। তাদের অনেক বুঝানোর পরও সেখান থেকে সরানো যাচ্ছিল না। ’

‘এঘটনার জের ধরে ১৬ জানুয়ারি থেকে এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু ঢাকায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ঘোষণার একঘণ্টা পরই তা প্রত্যাহার করে নেয়া হয়েছে। ’

তাই আগামীকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম চলবে বলেও তিনি জানান।

এদিকে গত সোমবার ইউএসটিসি’র বিবিএ অনুষদ ও মেডিকেল কলেজে’র শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে। এরপর অনুষদের শিক্ষার্থীরা বিবিএ অনুষদ অনত্র সরিয়ে নেয়ার দাবিতে এ আন্দোলন শুরু করেছে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: তপন চক্রবর্তী, ব্যুরো এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।