ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বৃহত্তর চট্টগ্রামে শিবিরের হরতাল বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, জানুয়ারি ১৩, ২০১৪
বৃহত্তর চট্টগ্রামে শিবিরের হরতাল বুধবার

ঢাকা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিবির নেতা নিহতের ঘটনায় বুধবার বৃহত্তর চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির।

রোববার ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ চলাকালে মামুন হোসেন নামের শিবির নেতাকে হত্যার অভিযোগ এনে এই হরতাল দিয়েছে সংগঠনটি।


 
সোমবার দুপুর আড়াইটায় শিবির নেতা মামুন হোসেনের গায়েবানা জানাজা শেষে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এই হরতালের কর্মসূচি ঘোষণা করেন।
 
এছাড়া মঙ্গলবার জেলার থানা পর্যায়ে বিক্ষোভ এবং দোয়া কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

 
প্রসঙ্গত, রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে মামুন হোসেন নিহত হন। নিহত মামুন বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।